করোনায় লাখো মানুষের মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের

Slider জাতীয় বাংলার মুখোমুখি সারাবিশ্ব


ডেস্ক: বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে গরীর দেশগুলোর কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৃহস্পতিবার (১৯ মার্চ) এক ভিডিও কনফারেন্সে এমন শঙ্কা প্রকাশ করেন তিনি।

গুতেরেস বলেন, আমরা যদি দাবানলের মতো এ ভাইরাস ছড়িয়ে দিতে থাকি এবং কোনো রকম পরীক্ষার ব্যবস্থা না থাকে তাহলে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে কয়েক মিলিয়ন মানুষ মারা যেতে পারেন।

দরিদ্র দেশগুলোতে করোনা সংক্রমণ ও মৃত্যু ঝুঁকি বেশি থাকায় ধনী ২০ দেশকে দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অ্যান্তনিও গুতেরেস।

একইসঙ্গে বিশ্বব্যাংক আইএমএফের মতো দাতা সংস্থাগুলোকে দরিদ্র দেশগুলোর সাহায্যে এগিয়ে এসে করোনা ভাইরাস মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

চীনের উহান থেকে শুরু হওয়া করোনা ভাইরাস ছাড়িয়েছে বিশ্বের ১৮২টি দেশে। আর প্রাণঘাতী এ রোগে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২ লাখ ৫২ হাজার ৭৩১ জন। মারা গেছেন ১০ হাজার ৪০৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *