বিশ্ব কাঁপিয়ে দিয়ে
এ দেশেতে করোনা
আর যাই করো ভাই
অবহেলা করো না।
বাঁচতে হলে করো
কিছু কাজ এখনি
বিপদ শুনেছো কিছু
পুরোটা যে দেখনি।
ভাইরাস ছড়ায় যে
কাশি আর হাঁচিতে
রাখঢাক করে দাও
যদি চাও বাঁচিতে।
ঘরেতে থাকো তুমি
যেও না কো বাহিরে
সমাগমে গেলে তবে
নিস্তার নাহি রে!
হাত ধোও ভালো করে
গুনে উনিশ বিশ
সাবান পানিতে ধোবে
করোনার যত বিষ।
আত্মীয় বন্ধু
এসেছে বিদেশ থেকে
নিরাপদ দূরে রও
গিফটের রেশ থেকে।
বিদেশী অতিথি সব
রবে নিজ বাড়িতে
বাহিরে যাবে না সে
খাবে নিজ হাড়িতে।
তারপরও কোন ভাবে
যদি হও অসুস্থ
সাবধানে হতে হবে
ডাক্তারের দ্বারস্থ।
ঝার-ফুঁক পানি-পরা
দয়া করে আর না
করোনার ভাইরাস
ধারেনা ধার না।
নিয়ম মেনে চলি
বার বার ধুই হাত
সবাই মিলে করি
করোনারে কপুকাত।