করোনা ভাইরাসে মারা গেছেন ইরানের একজন পাইলট আসগার লোরান। তিনি মাহান এয়ারের পাইলট ছিলেন। আল আরাবিয়াকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট। এতে বলা হয়েছে, মাহান এয়ার একটি তেহরান ভিত্তিক বিমান সংস্থা। এটি ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোরের সরাসরি নিয়ন্ত্রে বলে ধারণা করা হয়। ইরান থেকে তার মিত্রদের কাছে অস্ত্র পাচার করে মাহান এয়ার-এমনটা মনে করা হয়। ইরানে করোনা ভাইরাসের নেপথ্যে এই এয়ার সংস্থাটি বলেও অভিযোগ আছে। সর্বশেষ প্রতি ১০ মিনিটে একজন করে মানুষ করোনা ভাইরাসে মারা যাচ্ছেন বলে সরকারিভাবে স্বীকার করা হয়েছে।
সেখানে এতে মারা গেছেন কমপক্ষে ১২৮৪ জন।