জ্বর থাকায় জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে একজন প্রতিমন্ত্রী ও একজন সচিবকে প্রবেশ করতে দেয়া হয়নি। তাদের গায়ে তাপমাত্রা বেশি থাকায় বাসায় ফিরে যেতে পরামর্শ দেয়া হয়।
গতকাল সকালে রাজধানীর শেরেবাংলানগরস্থ এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় চলতি ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা অংশ নেন। করোনা সংক্রমণ ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে সেখানে প্রবেশের আগে সবার তাপমাত্রা মাপা হয়। এসময় একজন প্রতিমন্ত্রী ও একজন সচিবের তাপামাত্রা বেশি হওয়ায় তাদের বাসায় ফিরে যাওয়ার পরামর্শ দেয়া হয়। এনইসি সূত্র জানায়, সতর্কতার অংশ হিসেবে এমন ব্যবস্থা নেয়া হয়েছে।