গাজীপুর: গাজীপুরের জেলার বিভিন্ন এলাকায় গত ১৩ দিনে ৪ হাজার ২৩০ জন প্রবাসী ফিরেছেন। জেলার ছাড়া শুধু গাজীপুর মহানগরে বিদেশ থেকে এসেছেন ১৫০জন আর তারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৮টি থানা এলাকার বাসিন্দা।
পুলিশ বলছে, তাদের বেশিরভাগই সরকার ঘোষিত ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মেনে বাইরে ঘোরাফেরা করছেন। হোম কোয়ারেন্টাইনের সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনে বাধ্য করতে এবার মাঠে নেমেছে পুলিশ।
গাজীপুর জেলা ও মহানগর পুলিশের সদস্যরা বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সতর্ক করছেন এবং হোম কোয়ারেন্টাইনে অবস্থান করতে বাধ্য করছেন। শতাধিক পুলিশ সদস্য ৩৩টি দলে বিভক্ত হয়ে এ কর্মসূচি পালন করছেন।
গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার জানান, চলতি মাসে বিভিন্ন দেশ থেকে ৪ হাজার ২৩০ প্রবাসী গাজীপুরে ফিরেছেন। তাদের হোম কোয়ারেন্টাইন বিধি মানানোর জন্য পুলিশ উদ্যোগ নিয়েছে। পুলিশ সদস্যরা বৃহস্পতিবার জেলার কাপাসিয়া ও কালিগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে বিদেশ ফেরত ব্যক্তিদের সতর্ক করেছেন। এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।