ঢাকা: করোনাভাইরাসে আকান্ত সন্দেহে সারা দেশে ৫ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পরিস্থিতির অবনতি হলে ইজতেমা মাঠে সেনাবাহিনীর নিয়ন্ত্রনে হবে কোয়ারেন্টাইন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
মন্ত্রী জানান, বর্তমানে ২ হাজার মানুষের চিকিৎসার ব্যবস্থা আছে। প্রয়োজন হলে বিশ্ব ইজতেমা মাঠে বড় পরিসরে ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
মন্ত্রী জানান, বর্তমানে ২ হাজার মানুষের চিকিৎসার ব্যবস্থা আছে। প্রয়োজন হলে বিশ্ব ইজতেমা মাঠে বড় পরিসরে ব্যবস্থা করা হবে।
দেশ বিশ্বের মধ্যে করোনা আক্রান্তের দিক দিয়ে তুলনামূলক ভালো অবস্থায় আছে দাবি করে মন্ত্রী বলেন, ‘অন্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। আমাদের আক্রান্তের সংখ্যা কম। মৃত্যু হয়েছে একজনের। যে ব্যক্তি মারা গেছেন তিনি অনেক বয়স্ক ছিলেন।’