ভয় পাচ্ছি

Slider জাতীয় বাধ ভাঙ্গা মত


সামিয়া রহমান: ভয় পাচ্ছিনা বললে বোধহয় ভুল বলা হয়। আজকে একজনের মৃত্যুও হলো বাংলাদেশে। অসুস্থের সংখ্যাটি এরপর কি জ্যামিতিক হারে বাড়বে? সরকারের কাছে অশেষ কৃতজ্ঞতা যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছেন। কিন্তু রাস্তা, ঘাটে সবাই আমরা যেভাবে অসচেতন হয়ে ঘুরছি, তাতে সত্যিই আতঙ্কিত হই। চাকরি করি। কাজে বের হতেই হবে। কিন্তু যতোটা সতর্কতা নেয়া যায় আমরা কি ততোটা সতর্ক আদৌ আছি? পিকনিক, রোড ট্রিপ, আনন্দ কি কিছুদিনের জন্য বন্ধ করা যায় না? উন্নত দেশ যেখানে অসহায়, সেখানে আমরা কেন এতো অহংকার নিয়ে করোনাকে উপেক্ষা করছি? কি হবে যদি কাল করোনা আমাদের ঘরেই প্রবেশ করে! সবকিছু না সাই-ফাই মুভির মতো মনে হচ্ছে……………..আমি ভয় পাচ্ছি, সত্যিই ভয় পাচ্ছি

(সামিয়া রহমান: শিক্ষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। লেখাটি তাঁর ফেসবুক ওয়াল থেকে নেয়া)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *