ঢাকা: পবিত্র মক্কা ও মদিনা বাদে সারা দেশে মসজিদে নামাজ আদায় স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। মঙ্গলবার এমন সিদ্ধান্ত নিয়ে মুসলিমদেরকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত থাকতে আপাতত মসজিদে না যেতে আহ্বান জানানো হয়েছে। তাদেরকে বরং এ সময়ে বাড়ির ভিতরে নামাজ আদায় করতে উৎসাহিত করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। সরকারি বার্তা সংস্থা এসপিএ’কে উদ্ধৃত করে এতে আরো বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজ সহ জামায়াতে আদায় করা হয় এমন সব নামাজ স্থগিত রাখতে জোরালোভাবে সম্মতি দেয়া হয়েছে। তবে এর বাইরে থাকবে মক্কায় গ্রান্ড মসজিদ ও মদিনায় মসজিদে নববী। বিবৃতিতে বলা হয়েছে, মসজিদগুলোর দরজা অস্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে। কিন্তু সেখান থেকে আযান দেয়ার অনুমোদন থাকবে।
বিবৃতিতে বলা হয়েছে আযানের মধ্যে ‘নামাজের জন্য এসো’ আরবিতে এই আহ্বান পরিবর্তন করে তার স্থলে বলা হবে ‘বাড়িতেই নামাজ আদায় করো’। নতুন এই অংশের অনুবাদ এমনও হতে পারে যে, ‘যেখানে আছেন সেখানেই নামাজ আদায় করুন’। ওদিকে শুক্রবারের জুমার নামাজও বাড়িতে আদায় করার কথা বলা হয়েছে বিবৃতিতে।