রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে নানা আয়োজনের মধ্যে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান এড.শামসুল আলম প্রধানের নেতৃত্বে সরকারি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর স্মৃতি মোড়ালে ফুলেল শ্রদ্ধা নিবেন করেন। পরে বেলা ১১টার দিকে কেক কাটা হয়। পরে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর জীবনি নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এড.শামসুল আলম প্রধান, উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফিন, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা নাসরিন, শ্রীপুর মডেল থানার ওসি মো.লিয়াকত আলী, মাওনা হাইওয়ে থানার ওসি মো.মুনজুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সৈয়দ আব্দুস সবুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মোহিতুল ইসলাম, সহকারি উপজেলা প্রকৌশলী মো.মাসুদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.সিরাজুল হক প্রমূখ। অপরদিকে গাজীপুর ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এতিমদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গাজীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এতিম শিশুদের নিয়ে মিলাদ ও বিশেষ দোয়া ফাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নূরুল ইসলাম, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.আজহার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মো.শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.মিজানুর রহমান বাচ্চু, ইউপি সদস্য মো.মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব মো.ছানোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা সেলিম আল মাহমুদ, ছাত্রলীগ নেতা রাশিদুল হাসান, রুবেল আহমেদ, রেজাউল করিম রাজু ও মো.সবুজ আহমেদ প্রমূখ।