বালিয়াকান্দি (রাজবাড়ী): দিন যত যাচ্ছে রাজবাড়ীতে কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তিদের সংখ্যাও তত বাড়ছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ৩১ জন প্রবাসীকে হোম কোয়ারেনটাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ।
তাদের পরিবারও বাড়িতে অবস্থান করছে। সোমবার বিকেল পর্যন্ত এই সংখ্যা ছিল ২০ জনে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, আজ সকাল পর্যন্ত রাজবাড়ীর পাঁচটি উপজেলায় ইতালি, কোরিয়া, চীন ও ভারত থেকে আগত ৩১ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সিভিল সার্জন আরো জানান, প্রতিদিন সকাল ও বিকেলে স্বাস্থ্যকর্মীরা হোম কোয়ারেন্টাইনে থাকা সদস্যদের খোজ খবর নিচ্ছেন। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেয়া হচ্ছে। তবে এখনও পর্যন্ত রাজবাড়ীর সবাই সুস্থ আছেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। সেই সাথে জনসমাগম, সভা ও সমাবেশ এড়িয়ে চলারও অনুরোধ করেন তিনি।