ঢাকা: নতুন ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এদের মধ্যে ২ জন শিশু ও ১ জন নারী। এই পর্যন্ত ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরো বলেন, আইডিসিআর আর নমুনা সংগ্রহ করবে না। আপানাদের প্রয়োজন হলে হট লাইনে যোগাযোগ করবেন। আমাদের টিম আপনাদের কাছে গিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে আসবে। হটলাইনের তথ্যের ভিত্তিতে আপনাদের বাড়িতে আমাদের টিম পৌঁছে যাবে।
আমাদের ১৭টি হট লাইন চিকিৎসক দ্বারা পরিচালিত। সুতরাং আপনাদের নমুনা সংগ্রহের প্রয়োজন আছে কী নাই সেটি বিবেচনা করবেন ডাক্তাররা।