কুঁড়িগ্রাম: অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানের জামিন মঞ্জুর করেছেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত।
রোববার সকালে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া দণ্ডের বিরুদ্ধে আপিল এবং জামিন আবেদন করা হলে তিনি তা শুনানির জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠান। এরপর সকাল ১১টার দিকে শুনানি শেষে ২৫ হাজার টাকা বন্ডে এবং একজন আইনজীবী ও প্রেস ক্লাবের সভাপতির জিম্মায় জামিন মঞ্জুর করে আদেশ দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সুজাউদ্দৌলা।
এ সময় আদালতে পাবলিক প্রসিকউটর এসএম আব্রাহাম লিংকন, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন জামিন আবেদনের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন।
এর আগে শুক্রবার মধ্যরাতে ৩ জন ম্যাজিস্ট্রেটসহ টাক্সফোর্সের সদস্যরা জেলা সদরের কৃষ্ণপুর চরুয়াপাড়া এলাকার বাড়িতে গিয়ে রিগ্যানকে জোরপূর্বক জেলা প্রশাসকের কার্যালয়ে ধরে নিয়ে যায়। এরপর তাকে মাদক মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।