ঢাকা: ইতালি থেকে ফিরেছেন আরো দেড় শতাধিক যাত্রী।
আজ রোববার এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে ১৫৫ জন যাত্রী দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন।
প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষার পর নেয়া হবে আশকোনায় হজক্যাম্পে।
তার আগে, শনিবার সকালে ইতালি থেকে দেশে ফিরেছেন ১৪২ জন। সকালে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাদের আশকোনায় হজ ক্যাম্পে নেয়া হয়েছিল।