বেশি করোনা আক্রান্ত দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ

Slider জাতীয় বাংলার মুখোমুখি


আগামী ৩১শে মার্চ পর্যন্ত সব অন অ্যারাইভাল ভিসা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ইউরোপের যেসব দেশ বেশি করোনা আক্রান্ত সেসব দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে বন্ধ থাকবে দেশের সব স্থলবন্দর। শনিবার রাতে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ বৈঠক করেন। এর আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দীর্ঘ বৈঠক করেন কর্মকর্তারা। ওই বৈঠকে করনীয় নিয়ে খসড়া চূড়ান্ত করা হয়। গণভবনের বৈঠকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
বৈঠকের পর এসব সিদ্ধান্তের বিষয় নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি জানান, বাংলাদেশিদের জন্য ভারত যেমন ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমরাও তাদের নাগরিকদের বাংলাদেশে আসা বন্ধ করে দেবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *