ঢাকা: ইতালি থেকে শুক্রবার রাতে ১৪২ জন বাংলাদেশে এসেছে। এদের রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে তাদের দেহের তাপমাত্রা পরীক্ষা করা হয়েছে। তবে উচ্চ তাপমাত্রা পাওয়া যায়নি। বিস্তারিত পরীক্ষা করে এদের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেয়া হবে। ইতালি ফেরত ওই ১৪২ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবে না সেলফ কোয়ারেন্টিনে থাকবে তা এখনো ঠিক হয়নি।
তারা যদি নিশ্চিত করতে পারেন যে তারা সেলফ কোয়ারেন্টিনে থাকতে পারবেন তাহলে তাদের পাঠিয়ে দেয়া দেয়া হবে। শনিবার দুপুর ১২টায় আইইডিসিআর-এ আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।