সাহারা খাতুনের চেয়ারে মোজাম্মেল হক

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা রাজনীতি সারাদেশ

AKM-Muzammal-Haque- Minister
ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
ঢাকা: ঘুমিয়ে পড়ার কারণে সংসদের প্রথম সাঁরি থেকে দ্বিতীয় সাঁরিতে স্থানান্তরিত হয়েছেন সাবেক দুই স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও মহিউদ্দিন খান আলমগীর। বর্তমানে সাহারা খাতুনের চেয়ার পেয়েছেন মুক্তিুযদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

জাতীয় সংসদের ওই ঘটনা ঘটে।

সংসদ সূত্র জানায়, প্রথম সারিতে বসে এড.সাহারা খাতুন এমপি ও মহিউদ্দিন খান আলমগীর এমপি সংসদ চলাকালীন  সময়ে  ঘুমিয়ে পড়েন। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে প্রধানমন্ত্রীর নির্দেশে চেয়ার পরিবর্তন হয়। তারা এখন দ্বিতীয় সাঁরিতে বসছেন। সাহারা খাতুনের চেয়ারে বসছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আ ক ম মোজাম্মেল হক এমপি।

জাতীয় সংসদের সরকারী দলের হুইপ আ স ম ফিরোজ সাংবাদিকদের চেয়ারপরিবর্তনের সংবাদটি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে চেয়ার পরিবর্তন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *