করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু বেড়ে ৪,৯৭৩

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা


বিশ্বব্যাপী এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের উৎপত্তি চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে। সেখান থেকে এখন পর্যন্ত বিশ্বের ১২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।

এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্ব্যাপী ১ লাখ ৩৪ হাজার ৬৮৪ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছে ৪ হাজার ৯৭৩ জন।

এর মধ্যে শুধু চীনেই আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৯৯৭জন। সেখানে প্রাণ হারিয়েছে ৩ হাজার ১৭০ জন।
চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। ইউরোপের এই দেশটিতে মৃত্যের সংখ্যা পৌঁছেছে ১ হাজার ১৬ জনে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫ হাজার ১১৩ জন।
এছাড়া ইরানে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৭৫। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪২৯ জনের। দক্ষিণ কোরিয়ার আক্রান্ত হয়েছে ৭ হাজার ৯৭৯জন। সেখানে মৃত্যু হয়েছে ৬৭ জনের। স্পেনে আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৪৬ জন। দেশটিতে মৃত্যু হয়েছে ৮৬ জনের। ফ্রান্সে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৭৬ জন। সেখানে প্রাণ হারিয়েছে ৬১ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৩০ জন, দেশটিতে মৃত্যু হয়েছে ৪১ জনের।

এভাবেই বিশ্বব্যাপী তাণ্ডব চালিয়েছে যাচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *