বিশ্বব্যাপী এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের উৎপত্তি চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে। সেখান থেকে এখন পর্যন্ত বিশ্বের ১২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।
এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্ব্যাপী ১ লাখ ৩৪ হাজার ৬৮৪ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছে ৪ হাজার ৯৭৩ জন।
এর মধ্যে শুধু চীনেই আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৯৯৭জন। সেখানে প্রাণ হারিয়েছে ৩ হাজার ১৭০ জন।
চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। ইউরোপের এই দেশটিতে মৃত্যের সংখ্যা পৌঁছেছে ১ হাজার ১৬ জনে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫ হাজার ১১৩ জন।
এছাড়া ইরানে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৭৫। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪২৯ জনের। দক্ষিণ কোরিয়ার আক্রান্ত হয়েছে ৭ হাজার ৯৭৯জন। সেখানে মৃত্যু হয়েছে ৬৭ জনের। স্পেনে আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৪৬ জন। দেশটিতে মৃত্যু হয়েছে ৮৬ জনের। ফ্রান্সে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৭৬ জন। সেখানে প্রাণ হারিয়েছে ৬১ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৩০ জন, দেশটিতে মৃত্যু হয়েছে ৪১ জনের।
এভাবেই বিশ্বব্যাপী তাণ্ডব চালিয়েছে যাচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস।