আক্রান্ত দেশ থেকে এসে সরাসরি আইইডিসিআর-এ না আসার অনুরোধ

Slider জাতীয় বাংলার মুখোমুখি


করোনা ভাইরাস আক্রান্ত দেশ থেকে বাংলাদেশে ফিরে প্রবাসীদের সরাসরি সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) না আসার অনুরোধ জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে ব্রিফিংকালে এ কথা জানান তিনি।

ফ্লোরা বলেন, প্রবাসীরা সরাসরি আইইডিসিআরে আসবেন না। বাড়ি ফিরে আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করবেন। আমরাই আপনার কাছে গিয়ে যাবতীয় ব্যবস্থা নেবো। সরাসরি আইইডিসিআরে সরাসরি চলে এলে করোনা ভাইরাসের ঝুঁকি বেড়ে যায় বলেও জানিয়েছেন তিনি।

গত রোববার ইতালি ফেরত দুজনসহ তিন করোনা আক্রান্তের তথ্য দেয় আইইডিসিআর। এরই মধ্যে তাদের দুজন সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক।
সুস্থদের একজন বাড়ি ফিরে গেছেন। আরেকজন সুস্থ তাকেও শিগগিরই ছাড়া হবে বলে জানান ডা. সেব্রিনা ফ্লোরা। করোনা আক্রান্ত আরেকজনের অবস্থা স্থিতিশীল।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সবগুলোর ফলাফলই নেগেটিভ এসেছে। তাদের কেউ-ই করোনাভাইরাসে আক্রান্ত নন জানিয়েছেন আইইডিসিআরের এ পরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *