ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২০-২১) নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এএম আমিন উদ্দিন। অন্যদিকে, সম্পাদক পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
সভাপতি পদে আওয়ামী লীগ প্রার্থী এ এম আমিন উদ্দিন পেয়েছেন ৩ হাজা ৩৭০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দী জয়নুল আবেদীন পেয়েছেন ২ হাজার ৪৫৭ ভোট। অন্যদিকে, সম্পাদক পদে বিএনপি প্রার্থী কাজল পেয়েছেন ৩ হাজার ৭৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ মনজুরুল পেয়েছেন ২ হাজার ৮১১ ভোট, কোষাধ্যক্ষ রাগিব রউফ পেয়েছেন ৩ হাজার ৩২৯ ভোট।
গত ১১ ও ১২ মার্চ দুই দিনের ভোটের পর গণনা শেষে শুক্রবার (১৩ মার্চ) সকালে এই ফলাফল ঘোষণা করা হয়।
সংগঠনের ১৪টি পদের মধ্যে সভাপতি, সহ-সভাপতি (১), সহ-সম্পাদক (২) ও সদস্য (২) নিয়ে মোট ছয়টি পদ পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। আর বিএনপি সমর্থিত নীল প্যানেল সহ-সভাপতি (১), সম্পাদক, কোষাধ্যক্ষ ও পাচঁজন সদস্যসহ মোট ৮টি পদে জয় পেয়েছে।
দুটি সহ-সভাপতি পদের একটিতে আওয়ামী লীগ সমর্থিত মো. মনিরুজ্জমান এবং অন্যটিতে বিএনপি সমর্থিত মো. আব্দুল জব্বার বিজয়ী হয়েছেন।
সহ-সম্পাদকের দুটি পদে আওয়ামী লীগ সমর্থিত মোঃ ইমতিয়াজ ফারুক ও মোহাম্মদ বাকির উদ্দিন ভুঁইয়া জয় পেয়েছেন।
নীল প্যানেলের মার-ই-উম খন্দকার, মোহাম্মদ মোহসিন কবির, মো. মোহাদ্দেস উল ইসলাম (টুটুল), মোহাম্মদ সাইফ উদ্দিন (রতন), অ্যাডভোকেট আমিরুল ইসলাম (খোকন) জয়ী হয়েছেন।
এবারের নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী অংশ নিয়েছেন। দুই প্যানেলের বাইরে সভাপতি-সম্পাদকসহ তিন পদে আরো তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এ নির্বাচনে সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফের নেতৃত্বে ১১৪ সদস্যের নির্বাচন উপ-কমিটি দায়িত্ব পালন করছেন।
আইনজীবী সমিতি নির্বাচনে ৭ হাজার ৭৮১ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫ হাজার ৯৪০ জন।
এর আগের নির্বাচনেও সভাপতিসহ ৬টি পদে জয় পেয়েছিল সরকার সমর্থিত সাদা প্যানেল। আর বিএনপি সমর্থিত নীল প্যানেল সম্পাদকসহ ৮ পদে জয় পেয়েছিল।