করোনা ভাইরাসের কারণে এ মুহূর্তে প্রবাসীদের দেশে না আসার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যপ্রাচ্যের পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে করোনা নিয়ে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, যে দেশে আছেন সে দেশেই থাকুন। সে দেশের আইন মানুন। কোনো কিছুর দরকার হলে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন।
কাতার ১৪ দেশের ভিসা বন্ধ করেছে। কুয়েত সব দেশের ভিসা বন্ধ করেছে। আমরা চীন, ইরান, দক্ষিণ কোরিয়া ও ইতালির ভিসা বন্ধ করেছি। আমরা পর্যবেক্ষণ করছি।
তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, দেশে আসলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। আমাদের ১ কোটি ২২ লাখ প্রবাসী বিভিন্ন দেশে থাকেন।
তাদের বলেছি একটু ধীরে আসুন। ভারত ফ্লাইট বন্ধ করেছে।
একে আবদুল মোমেন আরো জানান, মধ্যপ্রাচ্য প্রবাসী যারা দেশে ছুটিতে আছেন তাদের ভিসার মেয়াদ বাড়ানো হবে।