রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী মাওনা আঞ্চলিক সড়কে বেপরোয়া গতির যাত্রীবাহী বাস চাপায় জসিম উদ্দিন (৫০) নামে এক মোটর সাইকেলের চালক নিহত হয়েছেন।
(১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার) দুপুর আড়াইটার দিকে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর চেরাগ আলী (র.) মাজার সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।
জসিম উদ্দিন একই উপজেলার তেলিহাটী ইউনিয়নের এমসিবাজার এলাকার মুক্তিযোদ্ধা আবদুল মতিনের ছেলে। জসীমউদ্দিন ওই এলাকায় মুদি ব্যবসা করতেন।
স্থানীয়রা জানায়, দুপুরে বরমী বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সাতখামাইর এলাকায় বরমীগামী বেপরোয়া গতির যাত্রীবাহী একটি বাস জসিম উদ্দিনকে চাপা দেয়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
উল্লেখ্য এর আগে এই সড়কে একইস্থানে বেপরোয়া গতির বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় গত ২৫ ফেব্রুয়ারি নাহিদ মোড়ল নামে এক যুবক নিহত হন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহিদ তাজ উদ্দিন আহাম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।