হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশের আয়োজনে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ই মার্চ(বৃহস্পতিবার)বিকেলে কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে,আলোচনা সভায় শৃঙ্খলা ,চোরাচালান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ,নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম,পিপিএম তার বক্তব্যে বলেন,আইন নিজের হাতে তুলে নিবেন না, পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।সামাজিক যোগাযোগ মাধ্যেমে কারো সাম্মানহানী করার চেষ্টা করবেন না।পুলিশই জনতা,জনতাই পুলিশ।তিনি মাদক,চোরাচালান বন্ধে কমিউনিটি পুলিশিং সদস্যদের সহযোগিতা কামনা করেন।
সভায় বিশেষ অতিথি অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন তাপস সরকার,(বি-সার্কেল)সিনিয়র সহকারী পুলিশ সুপার।কমিউনিটি পুলিশিং উপজেলা সভাপতি মিজানুর রহমান,ইউপি চেয়ারম্যান,নুর ইসলাম আহমেদ,মনিরুল ইসলাম কাঞ্চন, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল,কমিনিটি পুলিশিং ইউনিয়ন সভাপতি মজনু আলী শেখ,চাষী জহির রায়হান এবং কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুশিল সমাজের ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।