মানহানির এক মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি এ এসএম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ তাঁর জামিন মঞ্জুর করে রায় দেন। দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি খালেদা জিয়ার এ জামিনে অবশ্য মুক্তি মিলবে না। দণ্ডপ্রাপ্ত দুটি মামলাতে বর্তমানে তিনি বন্দি রয়েছেন।
২০১৮ সালের ১৩ই আগস্ট নড়াইলের এ মামলায় হাইকোর্ট খালেদা জিয়াকে ছয় মাসের জামিন ও রুল দেন। পরে জামিনের মেয়াদ বাড়ানো হয়। রুল শুনানি শেষে আজ রায় দেন হাইকোর্ট। শুনানিতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়াসার কামাল।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় মানহানির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৫ সালের ২৪শে ডিসেম্বর নড়াইল সদর আমলি আদালতে মামলাটি করেন নড়াগাতী থানার চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম।।