সিলেট প্রতিনিধি :: বুধবার শেষ র্যাব-৯ সিলেট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে দক্ষিণ সুরমা উপজেলার কদমতলীতে অভিযান পরিচালনা করে। অভিযানে বালুমাঠের মজির মিয়ার পরিত্যক্ত টিনের চাপড়া ঘরের ভিতর থেকে জুয়ার বোর্ড, নগদ ৯ হাজার ৪৩৫ টাকাসহ বিভিন্ন জুয়ার সামগ্রীসহ ১২ জন জুয়াড়ীকে আটক করেছে র্যাব-৯।
উদ্ধারকৃত আলামতসহ আটক আসামীদেরকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।
অভিযানে আটককৃত জুয়াড়ীরা হচ্ছে- দক্ষিণ সুরমার কদমতলী এলাকার আছদ্দর আলীর ছেলে জয়নাল আহমেদ (২২), দক্ষিণ সুরমার মিনি কোনা নাসির মিয়ার কলোনীর মৃত মাফিজ আলীর ছেলে আব্দুল কাদির (১৯), কদমতলী ভুটু মিয়ার কলোনীর মৃত মো. মাজুম মিয়ার ছেলে মো. শিপন (২২), কদমতলী দরিয়ার শাহ মাজার গেইট সংলগ্ন দুলাল মিয়ার বাসার ভাড়াটিয়া হুসেন মিয়ার ছেলে নিজাম (৩৮), জকিগঞ্জ উপজেলার বাটয় সায় গ্রামের মঈনুল হকের ছেলে হোসেন আহমেদ (২৩), দক্ষিণ সুরমার কুচাই গ্রামের মো. শফিউল মিয়ার ছেলে মো. রাজু আহম্মেদ (২২), দক্ষিণ সুরমার রাখালগঞ্জের হাবিবুল্লার ছেলে মো. হাছান (১৮), কদমতলী জাহাঙ্গীর মিয়ার কলোনীর তোফাজ্জল হোসেনের ছেলে মো. তসকির হোসেন জসিম (২৬), কদমতলী আকবর মিয়ার কলোনীর মৃত মগবুল মিয়ার ছেলে মো. মিলন মিয়া (৫০), কদমতলী ছাত্তার মিয়ার বাসার ভাড়াটিয়া কুটু মিয়ার ছেলে বকুল (৬২), কদমতলী টারমিনাল এলাকার আব্দুল গফুরের ছেলে হায়দার (৩৮) ও কদমতলী শাহজাহান মিয়ার কলোনীর মৃত সিরাজের ছেলে মজিদ (৪০)।