খালেদার কার্যালয়ে খাদ্যসামগ্রী নিতে বাধা

Slider জাতীয়

---

ঢাকা: অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আনা মাছ, মোরগ, শাকসবজি ও ফলমূল নিয়ে মহিলা দলের নেত্রীদের গুলশান কার্যালয়ে ঢুকতে বাধা দিয়েছে পুলিশ। আজ দুপুরে মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফার নেতৃত্বে কয়েকজন নেত্রী এসব খাবার নিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসেন। তাদের ১২ থেকে ১৩ জনের একটি দল রিকশাভ্যানে করে এসব খাদ্যসামগ্রী নিয়ে চেয়ারপারসনের কার্যালয়ে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপর নুরে আরা সাফা ও ঢাকা মহানগর মহিলা দলের সভানেত্রী সুলতানা আহমেদ খালি হাতে ভেতরে যান। কার্যালয় থেকে বেরিয়ে সুলতানা আহমেদ উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, নেত্রী অসুস্থ। ভেতরে সবাই যন্ত্রণায় কাতর। খাবার, ফলমূল, ওষুধ নিয়ে এসেছিলাম। কিন্তু পুলিশ তা ভেতরে নিতে দেয়নি। রিকশাভ্যানে বেশ কয়েকটি জ্যান্ত মোরগ, রুই মাছ, লাউ, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, গাজর, বিভিন্ন ধরনের সবজি, পাকা কলা, আপেল, কমলা, প্যাকেট নুডলস, মিষ্টি, দই, ওষুধসহ আরও কিছু খাদ্যসামগ্রী দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *