৭২ ঘন্টার মাধ্যে মুন্নার হত্যাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী

Slider জাতীয় বাংলার মুখোমুখি


সিলেট প্রতিনিধি :: সিলেট নগরীর জিন্দাবাজারে হকারদের হামলায় নির্মমভাবে নিহত হন গোয়াইনঘাট সরকারী কলেজের মেধাবী ছাত্র নজরুল ইসলাম মুন্না। কিন্তু পাঁচ দিন অতিবাহিত হলেও হত্যার সাথে জড়িত সকল আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ বাড়ছে জনমনে।

সোমবার (৯ মার্চ) বিকেলে মুন্না হত্যার সাথে জড়িত সকল আসামীকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সিলেটস্থ গোয়াইনঘাট ছাত্র পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

সভায় বক্তারা, মুন্না হত্যায় পাঁচ দিন অতিবাহিত হওয়ার পরও বাকি আসামী গ্রেপ্তার না হওয়ায় হতাশা প্রকাশ করে বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে এ নির্মম হত্যা কান্ডের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তার করা না হলে ছাত্রছাত্রীরা কঠোর আন্দোলন কর্মসূচী দিয়ে মাঠে নামতে বাধ্য হবে।

সিলেটস্থ গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি রিয়াজ উদ্দিন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল আহমদের সঞ্চালনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য প্রদান করেন, গোয়াইনঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক রফিকুল হক এমএ, গোয়াইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন, গোয়াইনঘাট সরকারী কলেজের ভাইস প্রিন্সিপাল তপন কৃষ্ণ দেব, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসেন, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির উদ্দিন, নিহত মুন্নার মামা সেলিম আহমদ, সিলেটস্থ গোয়াইনঘাট সমিতির উপদেষ্টা লুৎফুর রহমান, সিলেট জেলা যুবলীগ নেতা এম সোহেল আহমদ, রিয়াজুল ইসলাম, গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার হোসেন, ছাত্র নেতা আলী আকবর রাজন, গোয়াইনঘাট আ.লীগ নেতা আব্দুর রশিদ মেম্বার, পিয়াইনগুল জামেয়া ইসলামীয়া প্রিন্সিপাল আসাদুজ্জামান আসাদ, শিক্ষক মালেক আহমদ, শিক্ষক ইমরান আহমদ, সিলেট বিভাগীয় যুব ফোরামের সভাপতি সাদিকুর রহমান, সিলেট প্লাজা মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি আজির উদ্দিন, নিহত মুন্নার পিতা রফিকুল ইসলাম, জেলা তাতীলীগের আহবায়ক কমিটির সদস্য আলাজুর রহমান, গোয়াইনঘাট উপজেলা যুবলীগ নেতা ও ৭ নং নন্দিরগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ফয়জুর রহমান, সিনিয়র সদস্য মিজানুর রহমান, সদস্য কামরান হোসেন, আইনজীবী এডভোকেট আব্দুল্লাহ হেলাল, নিরাপদ সড়ক আন্দোলন নেতা বাবর লস্কর, সাংবাদিক গোলজার আহমদ, ফারুক আহমদ জজ মিয়া, আফরোজ আহমদ, শওকত আলী, লোকমান হাফিজ, প্লাজা মার্কেট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, আহমদ আল মাসুদ, মহানগর ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দিপু আহমদ, সহ সভাপতি আল আমিন, মহানগর ছাত্রলীগ নেতা সাকিব, ফারহান, বহর আলো দিশারী তরুণ সংঘের সভাপতি জয়নাল আবেদিন, সেচ্ছাসেবী সংঘঠন সিলেট পাওয়ার ব্রান্ডের সভাপতি জাকিরুল ইসলাম জাকির, যুগ্ন সম্পাদক আনিসুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম আহমদ রুমন, সাকিল আহমদ, তুফায়েল আহমদ, সিলেটস্থ গোয়াইঘাট ছাত্রপরিষদের সহ সভাপতি জগদিস দেব, তন্ময় দেব, আমিরুল ইসলাম, জয়নাল আবেদিন, নজরুল ইসলাম মুন্না স্মৃতি পরিষদের সদস্য সচিব সাইফুল ইসলাম মামুন, সদস্য জামিল আহমদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *