ঢাকা: চার দিন পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের মূল ফটকের তালা খুলে দেয়া হয়েছে। আজ দুপুর ১২টার দিকে চুপিসারে তালা খুলে নেয় পুলিশ।
গত ৫ জানুয়ারি সোমবার নির্বাচনের বর্ষপূর্তির দিনে রাজধানীতে নিষেধাজ্ঞা সত্ত্বেও সমাবেশ করতে অনড় থাকায় খালেদা জিয়ার কার্যালয়ে তালা মেরে দেয়া হয়। একইসাথে ১২টি বালুর ট্রাক ও দুই শতাধিক পুলিশ এবং ভ্যান দিয়ে কার্যালয় থেকে বের হওয়ার সব পথ বন্ধ করে দেয়া হয়।
গত শনিবার থেকেই অবরুদ্ধ ছিলেন খালেদা জিয়া।
আজ দুপুরে গেটের তালা খোলার মধ্য দিয়ে নিরাপত্তা কড়াকড়ি একটু শিথিল হলো।
তালা খুলো দেয়া হলেও খালেদা জিয়া কার্যালয়ের ভিতরেই অবস্থান করছেন।
চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সায়রুল কবির খান জানিয়েছেন, তালা খুলে নেয়া হলেও পুলিশের উপস্থিতি আছে আগের মতোই।