ডেস্ক: মানিকগঞ্জে বিদেশ থেকে আসা ৫৯ ব্যক্তির শরীরে করোনাভাইরাসের জীবাণু থাকতে পারে এমন আশঙ্কায় তাদেরকে নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় (হোম কোয়ারেন্টিন) রাখা হয়েছে।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলায় ৫৯ জন ব্যক্তি বিভিন্ন দেশ থেকে বাড়িতে ফিরেছেন। তাঁরা ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে এসেছেন। তাঁদের সবাইকে নিজ বাসায় বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে। বিদেশফেরত ব্যক্তিসহ পরিবারের অন্য সদস্যদের বাড়ির ভেতরে রাখা হয়েছে।
সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, বিদেশফেরত ব্যক্তিরা সবাই পুরোপুরি সুস্থ আছেন। তাঁদের শারীরিক কোনো সমস্যা পাওয়া যায়নি। করোনাভাইরাস নিয়ে ভয়ের কিছু নেই।
জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, বিদেশফেরত ব্যক্তি ও তাঁদের পরিবারের কাউকে নিজ বাড়ি থেকে বাইরে বের হতে দেয়া হচ্ছে না।
তাদের স্বাস্থ্যগত কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে তাঁকে কোয়ারেন্টিনে পাঠানো হবে।