সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভারতীয় ৪৫ টন চোরাই কয়লাসহ দুটি বল্কহেড (স্টিলবডি) নৌকা জব্দ করেছে পুলিশ। এ সময় চার চোরাচালানিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তাহিরপুর উপজেলার সুলেমানপুর গ্রাম সংলগ্ন পাটলাই নদী দিয়ে পাচারের সময় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন : উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বাঁশতলা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন (২৩), মদনপুর গ্রামের উমাকান্ত সরকার (৫০), দুধের আউটা গ্রামের জামাল মিয়া (২৫) এবং একই গ্রামের সুহেল মিয়া (৩০)।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোবারক হোসেনের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা হয়। জব্দকৃত কয়লা ও বল্কহেড (স্টিলবডি) নৌকার মূল্য প্রায় ১০ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ওসি।