জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ তথ্য জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ সোমবার রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে হজ সেবা বুথ উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
এ সময় মন্ত্রী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষমতা নেই খালেদা জিয়াকে মুক্তি দেয়ার। আর আইনের বাইরে গিয়ে কিছু করার ক্ষমতা মন্ত্রণালয়ের নেই। তাই তার সাময়িক মুক্তির আবেদন আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো হয়েছে।