ডেস্ক : বিবিসির একটি গানের প্রোগ্রামে এক অতিথির পোশাক নিয়ে প্রায় চারশ’রও বেশী মানুষ অভিযোগ জানিয়েছে। রিতা ওরা নামের ওই গাইকার ঢিলেঢালা পোশাক নিয়ে অনেকেই অনেক রকমের মন্তব্য করেছেন। তবে বেশীরভাগ লোকেরই অভিযোগ ছিল তার বুক নিয়ে। তারা অভিযোগে বলেছে, আমরা রিতার ঝুলন্ত স্তন দেখতে চাই না।
সোমবারের ওই অনুষ্ঠান প্রায় ছয় মিলিয়নেরও বেশী মানুষ উপভোগ করেছে। কিন্তু অনুষ্ঠানের পরই শুরু হয় লোকজনের প্রতিক্রিয়া পাঠানো। লোকজন ২৪ বছর বয়সী ওই পপ গাইকার পোশাক নিয়ে নানা রকম বিরূপ প্রতিক্রিয়া জানাতে থাকে। তারা রিতার অনাবৃত বুক নিয়ে বিবিসিকে অভিযোগ জানায়।
মেসেজ প্রদর্শনের স্থানে বিভিন্নজন বিভিন্ন কথা লিখে রিতার প্রতি তাদের ক্ষোভের বহি:প্রকাশ ঘটায়। একজন লিখেছেন, আমি পারিবারিক একটি অনুষ্ঠানে তার ঝুলন্ত স্তন দেখতে চাই না।
আরেকজন লিখেছেন, বিবিসির কী কোন ড্রেস কোড নেই? পারিবারিক অনুষ্ঠানে তার ঝুলন্ত স্তন দেখতে চাই না। এটা খুবই লজ্জাজনক।
অবশ্য রিতার পাশে দাঁড়িয়েছেন অনেকেই। একজন লিখেছেন, এটা ১৯৫০ সাল নয়, এটা ২০১৫।
বিবিসির এক মুখপাত্র বলেছেন, এই শো’য়ের অতিথিরা তাদের পছন্দমত পোশাক নির্বচন করেন এবং পপ গাইকারা একটু চাকচিক্যই পছন্দ করেন। আমরা মনে করি না রিতার পোশাক নিয়ে অধিকাংশ দর্শকের অভিযোগ ছিল। তবে স্বীকার করছি, একটু বেশীই হয়ে গেছে।
সূত্র: ডেইলি মেইল, দ্য মিরর, ক্যাপিটালবে ডটকম