খুলনা ব্যুরো: নরেন্দ্র মোদিকে আমন্ত্রণের প্রতিবাদে খুলনায় সাধারণ ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন-সমকাল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণের প্রতিবাদে খুলনায় মানববন্ধন করেছে সাধারণ ছাত্র অধিকার পরিষদ।
শনিবার সকালে নগরীর শিববাড়ী মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু আজীবন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টির জন্য সংগ্রাম করে গেছেন। ১৭ মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালনের ঘোষণায় তারা আনন্দিত। তবে এমন অনুষ্ঠানে সাম্প্রদায়িক নরেন্দ্র মোদিকে প্রধান বক্তা করায় তারা হতবাক। মুজিববর্ষে নরেন্দ্র মোদিকে দাওয়াত দিয়ে আনা বঙ্গবন্ধুর জন্য লজ্জার। এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় আঘাত করার শামিল। এ সময় বক্তারা অবিলম্বে নরেন্দ্র মোদির আমন্ত্রণ প্রত্যাহারের দাবি জানান।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা জেলা শাখার আহ্বায়ক মো. আমিনুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক তামান্না ফেরদৌস শিখা, নাইম হাসান, তানভীর হোসেন, ফয়সাল আহমেদ প্রমুখ।