দিল্লির বিদেশ মন্ত্রক নিশ্চিত করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা আসছেন। বৃহস্পতিবারের সাপ্তাহিক ব্রিফিংয়ের সূচনা বক্তৃতায় মুখপাত্র রভিশ কুমার মোদির ব্রাসেলস সফর বাতিল হওয়ার কথা জানানোর পাশাপাশি বাংলাদেশ সফরের নিশ্চয়তার কথা জানান। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সর্বশেষ প্রধানমন্ত্রী মোদির যে বৈঠক হয়েছে তাতে সুনির্দিষ্টভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। মোদি শেখ হাসিনার সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তিনি মার্চে ঢাকা সফর করছেন। সফরকালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মহান ওই আয়োজনে অংশ নেয়া ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করবেন তিনি। মূখপাত্র হিন্দি এবং ইংরেজি উভয় ভাষায় সফর সংশ্লিষ্ট বিষয়ে ব্রিফ করেন। বলেন, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস (কভিড-১৯) আতঙ্কে আগামী সপ্তাহের ব্রাসেলস সফর বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামী সপ্তাহে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)-এর সঙ্গে অনুষ্ঠেয় সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসে যাওয়ার কথা ছিল তার।
দিল্লি জানায়, করোনার ভাইরাস নিয়ে বৈশ্বিক স্বাস্থ্য সতর্কতার প্রেক্ষিতে ইন্ডিয়া-ইইউ সামিট রিশিডিউল বা পূর্ণনির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার ঘনিষ্ঠতার কথা স্মরণ করে মুখপাত্র রাভিশ বলেন, উভয়ে করোনা নিয়ে উদ্বিগ্ন। তবে তারা আশা করছেন দ্রুতই এটি নিয়ন্ত্রণে আসবে। এটি মোকাবিলায় তারা পরস্পরের প্রতি অঙ্গীকারাবদ্ধ বলেও জানান তিনি। এদিকে এনডিটিভির খবরে জানানো হয়েছে- ইন্ডিয়া-ইইউ সামিটে দুই পক্ষের মধ্যে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। খবরে আরও বলা হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর ফেব্রুয়ারিতে ব্রাসেলস সফরে সম্মেলনটি নিয়ে প্রাথমিক আলোচনা সেরে আসেন। ভারতে নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে চলমান বিক্ষোভ এবং কাশ্মীর ইস্যুর প্রেক্ষাপটেও সম্মেলনে আলোচনা হওয়ার কথা ছিল।