আমদানি রপ্তানির আড়ালে ২০১৫ সালে প্রায় এক লাখ কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রেটির প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এমন তথ্য।
ঐ প্রতিবেদনে বলা হয়েছে , ২০০৮ থেকে ২০১৭ সালের মধ্যে সাত বছরে গড়ে ৬৪ হাজার কোটি টাকা পাচার হয়েছে আমদানি-রপ্তানির আড়ালে।
বাংলাদেশ ছাড়াও একশ ৩৫ উন্নয়নশীল ও ৩৬ উন্নত দেশের আমদানি-রপ্তানি খাতে দুর্নীতির চিত্র তুলে ধরা হয় প্রতিবেদনে।
জিএফআই বলছে, আমদানি ও রপ্তানির মূল দাম আড়াল করে অর্থ পাচার হয়। সবচেয়ে দুর্নীতি হয় কলকারখানার জ্বালানি, খনিজ কিংবা চিকিৎসা পণ্যের আমদানি-রপ্তানিতে। এসব পণ্যে আমদানির ক্ষেত্রে বেশি দাম দেখানো হয়। আর দাম কম দেখানো হয় রপ্তানির ক্ষেত্রে । যদিও ঐ প্রতিবেদনে ২০১৪, ২০১৬ এবং ২০১৭ সালের বাংলাদেশের আমদানি-রপ্তানির তথ্য উল্লেখ করা হয়নি।।