হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ সারা দেশের ন্যায় রংপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। ১লা মার্চ রংপুর জেলা প্রশাসকেরর আয়োজনে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স রংপুর টাউন হল চত্তরে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্দিষ্ট স্থানে এসে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসিফ আহসান জেলা প্রশাসক রংপুর। সভাপতিত্ব করেন অরুন কুমার রায়, ম্যানেজার জীবন বীমা কর্পোরেশন রংপুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবু হানিফ চয়ন, শাখা নির্বাহী রংপুর ডিভিশন এবং মোস্থফা আল কামাল, সিনিয়র ডিজিএম হেড অফিস ঢাকা প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন,বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১ মার্চকে বীমা দিবস হিসেবে ঘোষণা করে সরকার। প্রতিবছর ১ মার্চ বীমা দিবস হিসেবে পালন করা হবে।
বঙ্গবন্ধুর বীমা কম্পানীতে চাকুরীকালীন ও রাজনৈতিক জীবনের উপর উপরোক্ত বক্তব্য রেখে বীমা দিবসের আলোচনার শেষ হয়।