ঢাকা: খুজিস্তা নূর-ই নাহারিন: নরসিংদীর সিনিয়র নেতৃবৃন্দ ২০১৪ সালে গঠিত জেলা কমিটিতে পাপিয়াকে যুব মহিলা লীগের সেক্রেটারি পদে মনোনয়ন দেওয়ার বিপক্ষে অনাস্থা প্রস্তাব রেখেছিলেন, তাঁরা সরাসরি এই মনোনয়নের বিরোধিতা করেছিলেন। নেতাদের তোপের মুখে কমিটি করতে না পেরে স্থগিত ঘোষণা করেন, পরে ঢাকায় ফিরে এসে অসম্পূর্ণ কমিটি পূর্ণ করে ঘোষণা করেন। কী এক অজানা কারণে পাপিয়াকে কিছুতেই বাদ দিতে পারেননি তারা।
কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ একবারের জন্যও কি জানতে চাননি কেন তাঁদের এই অনাস্থা, পাপিয়ার প্রতি তাঁদের ক্ষোভ, ঘৃণা, অনীহা এবং অপছন্দের কারণ সমূহ কী অথবা কেন ???
এলাকার গুরুত্বপূর্ণ পদে সমাসীন রাজনৈতিক ব্যক্তিবর্গের চরম আপত্তি সত্ত্বেও কি করে যুব মহিলা লীগে পদ পায় পাপিয়া ?
(লেখাটি খুজিস্তা নূর-ই নাহারিন এর ফেসবুক ওয়াল থেকে নেয়া)