মাগো তুমি কাদছ কেন
আজ যে আট ই ফাগুন,
ঐ দেখনা পলাশ গাছে
জ্বলছে কেমন আগুন ।
মাগো জানি কাদবে তুমি
তোমার অবুঝ মন,
কেমন করে বুজাবো তোমায়
হারিয়েছ স্বজন ।
আট ই ফাগুন জানি ও মা
তোমার মনে ব্যাথা।
ফাগুনের ব্যাথা সারা জীবন
কাব্যো রবে গাথা।
একটু ভেবে দেখ তুমি
তোমার মুখের ভাষা,
ছিনিয়ে নিতে চেয়েছিল দারুন সর্বনাশা
তোমার ছেলে দিল প্রান এ ভাষার ই তরে
ও মা আবার জন্ম নিবে সালাম তোমার ঘরে।
সালাম বরকত ঘুমিয়ে আছে কৃষ্ণ চুড়ার মাঝে
তারি মাঝে খোজ তুমি বেলা শেষের সাজে
কেদনা আজ কেদনা মাগো
অশ্রু নিয়ে হাস
চোখের জলে সিক্ত হয়ে
সুখের নীড়ে ভাস।