ঢাকা: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ইমন নামে এক বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে বিজিবি।
বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বেলা ২টার দিকে ভারত সীমান্ত সংলগ্ন উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের বজলুর রহমানের ছেলে ইমন (১৩) মাথাভাঙ্গা নদীর পাড়ে ১৫৩/৪ এস সীমানা পিলার সংলগ্ন এলাকায় ঘাস কাটছিল। এ সময় ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। বিজিবি ৪৭ ব্যাটালিয়নের মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আলাউদ্দিন জানান, ইমনকে ফেরত চেয়ে চিঠি দেয়া হয়েছে তবে বেলা ৪ টা পর্যন্ত বিএসএফ কোন জবাব দেয়নি।