গ্রাম বাংলা ডেস্ক: এবার এক মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠেছে। ধর্ষণের শিকার ওই নারী নিহাল চন্দ্র মেঘওয়ালকে অপসারণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধও জানিয়েছেন। মেঘওয়াল রাসায়নিক ও সারবিষয়ক প্রতিমন্ত্রী।
রাজস্থানের শ্রীগঙ্গানগরে (সেখান থেকেই ওই মন্ত্রী পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন) স্বজনদের নিয়ে এক সংবাদ সম্মেলনে ওই নারী বলেন, আমরা সবাই জানি যে নরেন্দ্র মোদি ভালো মানুষ এবং তিনি নারী অধিকারের গুরুত্ব দেন। আমি মনে করি না যে মেঘওয়ালের মতো কাউকে মন্ত্রী পদে বহাল রাখা উচিত। আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করে তাকে মন্ত্রিসভা থেকে অপসারণ এবং আমার প্রতি ন্যায়বিচার করার অনুরোধ করব।
২০১১ সালে ধর্ষণের ঘটনাটি ঘটেছিল। ওই নারী বলেন, ২০১১ সালে যা ঘটেছিল তা তার ভালোমতোই মনে আছে। তিনি মেঘওয়ালকে শনাক্ত করতে পারবেন।
ইতোপূর্বে এক আদালত মেঘওয়ালকে নির্দোষ বলে রায় দিয়েছিল। তবে বর্তমানে অপর একটি আদালত ওই মামলায় তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। বিরোধী কংগ্রেসও ওই মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও জি নিউজ।