সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিকল্প হিসেবে আগামি শিক্ষাবর্ষ থেকে চারটি গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইউজিসি জানিয়েছে, বুয়েট, ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় না আসায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নতুন নিয়মে ভর্তি পরীক্ষার আবেদন করতে হবে অনলাইনে এবং চারটি গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থীদের ৬টি পরীক্ষায় অংশ নিতে হবে।
দেশের বড় পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন সিদ্ধান্তে সমন্বিত ভর্তি পরীক্ষার উদ্যোগ হোঁচট খাওয়ার প্রেক্ষাপটে সবগুলো বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে বুধবার রাজধানীর ইউজিসি মিলনায়তনে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি।
এরআগে মঙ্গলবার কমিশনের সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেছিলেন,‘এই বৈঠক থেকে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ে ধারণা পাওয়া যাবে।’