মাহাথিরের পদত্যাগ ‘সব এখন রাজার হাতে’

Slider জাতীয় টপ নিউজ

প্রধানমন্ত্রীর পদ থেকে ড. মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর মালয়েশিয়ায় এখন কি ঘটবে তা নির্ভর করছে রাজা ইয়াং ডি-পার্তুন আগোং আল সুলতান আবদুল্লাহ রিয়াতুদ্দিন আল মুস্তাফা বিল্লাহ শাহের ওপর। মালয়েশিয়ার অনলাইন নিউ স্ট্রেইটস টাইমস এক প্রতিবেদনে এ কথা বলেছে। এতে সাংবিধানিক বিশেষজ্ঞ প্রফেসর ড. নিক আহমেদ কামাল নিক মোহাম্মদ বলেছেন, পদত্যাগ করার আগে পার্লামেন্ট ভেঙে দেয়ার জন্য রাজাকে সুপারিশ করার কথা প্রধানমন্ত্রীর। যদি সেই পরামর্শ করা না হয়ে থাকে এবং সংবিধানে যদি এ বিষয়ে সুস্পষ্ট কোনো উত্তর না থাকে তাহলে সামনে কি হবে তা নির্ভর করে রাজার ওপর। তিনি দেখবেন কোন দল বা কোন ব্যক্তি বা কোন রাজনৈতিক নেতার সংখ্যাগরিষ্ঠতা আছে পার্লামেন্টে। তিনি আরো বলেন, মাহাথির মোহাম্মদের দল পার্তি প্রিভূমি বারসাতু মালয়েশিয়া যেহেতু ক্ষমতাসীন পাকাতান হারাপান ত্যাগ করেছে তাই জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ফলে এখন নতুন কোনো ব্লক রাজার কাছে এমনটা উপস্থাপন করতে পারে যে, তারা সংখ্যাগরিষ্ঠ। এটা করতে পারলে তারা নতুন প্রধানমন্ত্রী নিয়োগের অনুরোধও করতে পারবে রাজার কাছে।
তবে যদি রাজা দেখেন যে, কারো সংখ্যাগরিষ্ঠতা নেই তাহলে তিনি পার্লামেন্ট ভেঙে দেয়ার ডাক দিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *