অবরোধে পণ্যবাহী ট্রাক বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা

অর্থ ও বাণিজ্য

ঢাকা: ৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তিকে ঘিরে গত কয়েকদিন ধরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। তিনদিন ধরে বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচল। এরইমধ্যে শুরু হয়েছে অবরোধ। ফলে খাদ্য পণ্য রাজধানী ঢাকায় আনার ক্ষেত্রে নানা সমস্যার মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

এই পরিস্থিতিতে বিভিন্ন জেলা শহর থেকে ঢাকায় যেসব ব্যবসায়ী পণ্য নিয়ে আসেন, তাদেরকে অনেকটা বেগ পেতে হচ্ছে।

পুরান ঢাকার একজন খাদ্যপন্য ব্যবসায়ী ও আড়তদার আজিম বক্স বিবিসিকে বলেন, প্রতিদিন একশ’ থেকে দেড়শ’ ট্রাকে করে মালামাল আনা নেয়া করলেও ঢাকায় এখন ট্রাক ঢুকতে না পারায় নিত্য প্রয়োজনীয় পন্যের অপ্রতুলতা দেখা দিয়েছে।

ফলে বাজারে পণ্য সরবরাহ কমে গেছে আর এতে করে পণ্যের দামও বেড়ে গেছে। এ অবস্থায় বাজারের ভারসাম্য বজায় রাখতে সরকারের উদ্যোগে রাজধানীতে ট্রাক ঢুকতে দেয়া হলে, আবারো সুশৃংখলভাবে পণ্য সরবরাহের কাজটি করার কথা জানান এই ব্যবসায়ী। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *