সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বিটিআরসিতে এক হাজার কোটি টাকা জমা দিয়েছে গ্রামীণফোন। রোববার দুপুরে বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হকের হাতে এক হাজার কোটি টাকার পে-অর্ডার তুলে দেয় গ্রামীণফোন কর্তৃপক্ষ। এ সময় গ্রামীণফোনের পরিচালক ও হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাতের নেতৃত্বে প্রতিষ্ঠানটির চার সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিল।
পে অর্ডার হস্তান্তর শেষে বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, আমাদের মাঝে একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। তাদের অর্থ প্রদানের মাধ্যমে আজ সংবিধান রক্ষা হলো, সুপ্রিম কোর্টের আদেশ রক্ষা হলো। সরকার তার প্রাপ্য অর্থের কিছু হলেও পেল, যা জনগণের টাকা। টাকা দেয়ার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ। দেরি হলেও তারা ব্যাপারটি বুঝতে পেরেছে। এনওসি প্রত্যাহারের বিষয়ে এক প্রশ্নে বিটিআরসি চেয়ারম্যান, বিটিআরসিকে আদালত যে নির্দেশ দেবে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আইনের বাইরে আমরা যাব না। গ্রামীনফোনের হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাত বলেন, ‘দেশের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, নির্দেশনা অনুযায়ী এক হাজার কোটি টাকা জমা দিলাম। আমার বলে আসছি, অডিটের বিষয়ে আমাদের একটু আপত্তি আছে। সেই পজিশনটা স্টিল অব্যাহত রাখছি।
এর আগে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সোমবারের মধ্যে বিটিআরসিতে এক হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দেয়। সোমবার গ্রামীণফোনের রিভিউ আবেদনের ব্যাপারেও পরবর্তী আদেশ দেয়া হবে।