মোঃ আবু বক্কর সিদ্দিক সুমনঃ উত্তরা প্রতিনিধি: রাজধানী তুরাগের ৫৩ নং ওয়ার্ড যুবলীগের নেতা শেখ হুমায়ুন কবির এক ব্যতিক্রমী এক উদ্যেগ গ্রহন করেছেন। তুরাগে ধরঙ্গারটেক এলাকায় ছিন্নমূল মানুষের জন্য একটি মানবতার দেয়াল প্রতিষ্ঠার মাধ্যমে নিজেকে আত্ব-মানবতার সেবায় আত্বনিয়োগ করেন তিনি। লেখাপড়া জানা উচ্চ শিক্ষিত এ যুবলীগ নেতা ভোগ নয় ত্যাগের মাধ্যমে মানুষের সাথে থাকার বাসনা নিয়ে এ মানবতার দেয়াল প্রতিষ্ঠা করেন। যুবলীগ নেতা শেখ হুমায়ন কবির ২০০৫ সাল থেকে দীর্ঘ সময় ধরে বৃহত্তর উত্তরা থানা ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। দায়িত্ব পালন কালে রাজনৈতিক সকল কর্মসূচি সামনে থেকে নেতৃত্ব দেন তিনি।
ধরঙ্গারটেক মেইন রাস্তার সাথে প্রায় দুইশত স্কয়ার ফিট জায়গার উপর এ দেয়াল গড়ে তোলেন। মানবতার দেয়ালে সমাজের বিত্তবান মানুষেরা তাদের অতিরিক্ত জামা কাপড় টাঙ্গিয়ে দিয়ে যায়, আর এসব বস্ত্র ছিন্নমুল মানুষের লজ্জা নিবারণের কাজে ব্যবহৃত হয়। আর তাই সঙ্গত কারণেই এ মানবতার দেয়ালটিতে স্লোগান রাখা হয়েছে, আপনার একটি অব্যবহৃত বস্ত্র হতে পারে কারো লজ্জা নিবারণের অস্ত্র। আপনার অপ্রয়োজন হতে পারে অন্য কারোর প্রয়োজন।