ঢাকা: ময়মনসিংহের উপজেলা হালুয়াঘাটে বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার বিকেলে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের লঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হালুয়াঘাট উপজেলার রহেলা গ্রামের আরিফুল ইসলাম (১৮), সাকিব (১৮), বাঘমারা গ্রামের সজিব আহমেদ (২০) ও নিশ্চন্তপুর গ্রামের মিজানুর রহমান। স্থানীয়রা জানান, বিকেলে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের লঘুনাথপুর নামকস্থানে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস ধারাবাজার থেকে হালুয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এছাড়াও আহত হন সাতজন। তাদেরকে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাকিব ও মিজানুর রহমান মারা যান। হালুয়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এমদাদুল হক গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে নিহত দুইজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হালুয়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস সাংবাদিকদেও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ বাসটি আটক করেছে, তবে এর চালক পালিয়ে গেছে।