বি:বাজারে রাস্তায় গাছ ফেলে ডাকাতি, যাত্রীদের স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল লুঠ

Slider জাতীয় সিলেট

সিলেট প্রতিনিধি :: সিলেটের বি:বাজার উপজেলায় আজ রাত ১২-১৫ মিনিটের দিকে রাস্তার উপর গাছ ফেলে যাত্রীদের স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল লুঠ করেছে একদল সংজ্ঞবদ্ধ ডাকাত দল।

ঘটনাটি ঘটেছে জকিগঞ্জ রোডের জিরো পয়েন্টের উপকণ্ঠে চরিয়ায় নামক স্থানে। এ সময় ডাকাতরা ২০ জন যাত্রীকে মারধর করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল লুঠ করেছে।

ডাকাতির শিকার ব্যক্তিরা জানান, রাস্তায় গাছ ফেলে গাড়ী আটকিয়ে ১৮/২০ জনের ডাকাতদল যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। এ সময় বাস, প্রাইভেটগাড়ি ও বেশকিছু সিএনজি অটোরিকশা চালক ও যাত্রীদের মারধর করে মুঠোফোন ও টাকা, স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

এ ব্যাপারে ডাকাতির শিকার হওয়া দলিল লেখক মামুনুর রশিদ খাঁন ও লন্ডন প্রবাসী শেখ আবু ফয়ছল বলেন, অনেক গাড়িকে দাঁড় করিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রিদের কাছে থাকা সব ছিনিয়ে নিয়েছে। মহিলার নাকফুলটি পর্যন্ত বাদ দেয়নি অস্ত্রধারী ডাকাতরা। মামুনুর রশিদ খাঁনকে মারধর করে তার মুঠোফোন, টাকা এবং লন্ডন প্রবাসীর মুঠোফোন সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা।

খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌছার পূর্বে ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতির শিকার মামুনুর রশিদ খান বলেন, ডাকাতরা চরিয়া গ্রামের দিকে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *