ঢাকা : সরকার মিডিয়াকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘গণমাধ্যমে আমার বক্তব্য প্রচারেও সরকার বাধা দিচ্ছে। তাদের ধারণা এভাবেই আন্দোলন দমন করা যাবে।বুধবার লন্ডন থেকে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে তারেক রহমান অভিযোগ করে বলেন, ‘আন্দোলনকারীদের দমনের পাশাপাশি সরকার মিডিয়াকেও কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। সত্য খবর প্রকাশে বাধা দেয়া হচ্ছে। সত্য প্রচারের দায়ে গ্রেপ্তার করা হয়েছে ইটিভির চেয়ারম্যান আব্দুস সালামকে। কোনো কোনো মিডিয়াকে সরকারের পক্ষে লিখতে বাধ্য করা হচ্ছে।’
তারেক রহমান অন্দোলনকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আওয়ামী মিডিয়া নানারকম গুজব ছড়াচ্ছে। জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘যেসব পত্রিকায় আন্দোলনের ব্যাপারে নেতিবাচক রিপোর্ট প্রকাশ করছে অবশ্যই ধরে নিতে হবে প্রকৃত চিত্র বিপরীত।’
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের ইতিহাস, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুবর রহমান ও তার পরিবার এবং মুক্তিযুদ্ধে তাদের অবদান নিয়ে প্রশ্ন তুলে তারেক রহমান সাম্প্রতিক সময়ে লন্ডনে বসে একের পর এক বক্তব্য দিয়ে চলেছেন। তার এসব বক্তব্যে আওয়ামী লীগের নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। তারা তারেক রহমানের বক্তব্য প্রকাশে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। এমন পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার তারেক রহমানের বক্তব্য প্রচার ও প্রকাশ না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করেন নাসরিন সিদ্দিকী লিনা নামে একজন আইনজীবী।