একটা হাসপাতালে গেছি সেদিন। লিফটে এক প্রবীণ ভদ্রলোকের সঙ্গে দেখা। কেন আর টক-শোতে আসিনা জানতে চাইলেন। কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন: আপনার কি মনে হয় বেগম জিয়াকে ছাড়বে এরা?
লিফটের ভেতর তিনি, তার স্ত্রী আর আমি ছাড়া আর কেউ নাই। কাজেই ফিসফিস করার কারণ নাই কোন। তাকে স্পষ্টগলায় বললাম, ছাড়বে। বিস্ময়ে তার চোয়াল ঝুলে যায়। আমি বলি: বেগম জিয়ার যখন বাঁচার কোন আশা থাকবে না, তখন ছাড়বে, তখন বিদেশে পাঠাবে! কি বলেন! উনি মারা গেলে! মারা গেলে সরকার বলবে উনি নিজের দোষে মারা গেছেন।
বলবে উনি ডাক্তারদের কথা শুনতেন না, ঔষুধ খেতেন না। লিফট খুলে গেছে। হতবাক হয়ে তিনি নামলেন আমার পিছু পিছু। বললেন: আপনি শিউর ভালো কিছু হবে না।
মনে হয়না। আমরা যাই উল্টোপথে। আমি ভাবি তিনি ভালো বলতে কি বুঝিয়েছেন। খালেদা জিয়ার মুক্তি? সুচিকিৎসা? তার মতো করে কি ভাবে মানুষ ক্ষমতায় মত্ত থাকলে?