সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

Slider জাতীয় সারাদেশ


দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। এর মধ্যে সিরাজগঞ্জে ৩, নাটোরে ২, কালিহাতীতে ২, শেরপুর, কালিগঞ্জ, ঈশ্বরগঞ্জ, সোনাইমুড়ী, ভেড়ামারা, সাতক্ষীরায় ১ জন রয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ নারীসহ স্বামী-স্ত্রী মিলে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ বাসযাত্রী। এদের মধ্যে ২৪ জনকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- গাইবান্দার সাঘাটা উপজেলার বরগুনা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. মনি (৩৩), তার স্ত্রী বর্ণা খাতুন (২৫) ও একই উপজেলার শিমুলবাড়ি গ্রামের রাশেদ মিয়ার স্ত্রী নহত শাপলা খাতুন (২৭)।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরে সিংড়া ও বড়াইগ্রামে পৃথক সড়ক দূর্ঘটনায় এক শিক্ষকসহ দুইজন নিহত ও এক জন আহত হয়েছে।

রবিবার সকালে সকালে নাটোর-বগুড়া মহাসড়কের হাগুড়িয়া এলাকায় প্রশিক্ষণ গ্রহণের জন্য নাটোর যাওয়ার পথে ট্রাক চাপায় শিক্ষক মিনহাজুর রহমান (৩৫) ও তার সহযোগি আহত হয়।
স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন। মিজান সিংড়া শিশু কল্যাণ ১৬৪ নং স্কুলের শিক্ষক ও উপজেলার নিঙ্গইন গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অপরদিকে নাটোরের বড়াইগ্রামে নাটোর-পাবনা মহাসড়কের সৈয়দের মোড় এলাকায় বালি ভর্তি ট্রাক চাপায় কলেজ ছাত্র মামুন (৩০) নামে এক পথচারী নিহত হয়েছে।

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ছৈইলার মোড় নামকস্থানে দাঁতের ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে ইজিবাইক উল্টে খাদে পড়ে ৬৫ বছরের এক বৃদ্ধা নিহত এবং চারজন যাত্রী আহত হয়েছে । গতকাল সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালক নিহত হয়েছে। শনিবার রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের মাইজবাগ বাজারের কাছে বৈরাটি গোরস্থান নামক এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। সিএনজিটিকে কিশোরগঞ্জ গামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজি চালক হাদিস মিয়া (৩৫) এর মৃত্যু হয়। নিহত হাদিস মিয়া উপজেলার কুল্লাপাড়া গ্রামের আব্দুল গনির ছেলে।

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি জানান, সোনাইমুড়ীতে বাসের ধাক্কায় সাহাবু উদ্দিন (৫৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোনাইমুড়ী পৌরসভার বাইপাস মোড়ে রবিবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় প্রান গেল ব্র্যাক এনজিও’র কর্মকর্তা আব্দুল হান্নান সরকার’র (৩৫)। সে ব্র্যাক এনজিও’র ভেড়ামারা মাঠ সংগঠক হিসেবে কর্মরত ছিলেন। সে সিরাজগঞ্জ জেলার রায়পুর এলাকার গোলাম মোস্তফার পুত্র। রোববার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া ভেড়ামারা মহাসড়কের ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়ায় পরিবহনের ধাক্কায় ট্রলি চালক নিহত হয়েছে। রোববার সকালে সদর উপজেলার ছয়ঘরিয়া নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত ট্রলি চালকের নাম কামরুল ইসলাম (২৬) । তিনি সদর উপজেলার ইন্দিরা গ্রামের আব্দুল খালেকের ছেলে।
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত্বর এলাকায় বেপরোয়া বাসের চাপায় এক ভ্যান চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে সেতুর গোলচত্ত্বরে এই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাকচাপায় মোবারক হোসেন (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছে। রবিবার সকালে উপজেলার গৌরীপুর ইউনিয়নের কদমতলী এলাকার তিনানী-নন্নী সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মোবারক পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার রাজনগর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *