গাজীপুর: জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন জাতীয় পার্টির সকল পদ থেকে পদত্যাগ করেছেন।
আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় গাজীপুর শহরের দক্ষিন ছায়াবীথীর একটি কলেজে সাংবাদিক সম্মেলন করে তিনি পদত্যাগ করেন। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় আওয়ামীলীগ কর্মী মোহাম্মদ আলী সহ কয়েকজন
।
সম্মেলনে লিখিত বক্তব্যে নিয়াজ উদ্দিন বলেন, আমি বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা ও স্বাস্থ্য সচিব ছিলাম। সরকারী দায়িত্ব পালনকালে আমি গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছি। ২০১৫ সালে চাকুরী থেকে অবসর গ্রহনের পর জাতীয় পার্টির তৎকালিন চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আমন্ত্রনে জাতীয় পার্টিতে যোগদান করি। অত:পর জাতীয় পার্টির চেয়ারম্যানের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করি।
তিনি বলেন, বর্তমানে আমি ব্যাক্তিগত কারণে জাতীয় পার্টির সকল পদ থেকে পদত্যাগ করলাম।
প্রসঙ্গত: জাতীয় পার্টিতে থাকাকালে জনাব নিয়াজ উদ্দিন গাজীপুরে মেয়র ও এমপি নির্বাচন করবেন বলে শুনা গেলেও অবেশেষ তিনি নির্বাচনে যাননি। এমনকি মনোনয়নপত্র সংগ্রহ করেও পরে জমা দেননি।